সরাইলে শাহজাদাপুর ইউনিয়নে সংবর্ধিত হলেন  ইঞ্জিনিয়ার পলাশ 

ব্রাহ্মণবাড়িয়া, 6 October 2023, 129 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকার স্থানীয়রা ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ কে গণ সংবর্ধনা দিয়েছেন।
এ উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) বিকালে স্থানীয় এলাকার জনগণে উদ্যোগে দেওড়া দক্ষিণপাড়া বালুর মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা  দলীয় মনোনয়ন প্রত্যাশী  ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ কে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জনগণ ।
স্থানীয় আওয়ামী লীগের নেতা মোঃ আলী নেওয়াজের সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ। সভায় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মো. সা‌বেদ মিয়া, ‌মো. হা‌বিব মিয়া, দেওড়া তারা জা‌মে মস‌জিদ  ইমাম মাওলানা ইউনুছ, মো. মামুন মিয়া,  মো. মোক্তার হো‌সেন, মো.রা‌জিব হো‌সেন,  মো. সো‌হেল, মোঃ সুমন, মো. কাউসার, মো. আলম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে উনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও  বলেন, নৌকা মার্কা ভোট দিলে গ্রাম হবে শহর।