সরাইলের কালিকচ্ছ ইউনিয়নে আবু হামেদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 3 March 2023, 97 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সরাইল সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভাষা সংগ্রামী শেখ মোঃ আবু হামেদ স্মরণে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩রা মার্চ ২০২৩ খ্রিঃ, শুক্রবার বিকালে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মো. আবু হামেদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত কালিকচ্ছ শেখাবাদে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ শেখ আবু হামেদ স্মৃতি সংসদের সভাপতি সঞ্জীব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।এতে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ আইন সমিতি, ঢাকা এর সাবেক সভাপতি এড. কামরুজ্জামান আনসারী, জাতীয় প্রেসক্লাব ঢাকা এর যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাবেক সচিব ড. আরিফুর রহমান, সাংবাদিক এম.ডি জালাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, উপজেলা শিল্পগোষ্ঠী সাধারন সম্পাদক সুমন পারভেজ, সরাইল সদর ইউনিয়নের গুনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী, কবি তালুকদার কাশেম, উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক আহমেদ হোসেন, প্রাবন্ধিক ও শিক্ষক ফজলুল হক মৃধা, কালিকচ্ছ ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ।