সরাইলে জাতীয় সমবায় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 5 November 2022, 160 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ নভেম্বর, শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিবসটির সূচনা করেন জাতীয় সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও মওদুদ আহাম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবু হানিফ, সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আবু কাউসার ঠাকুর (রুবেল)।

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।