গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1143591 বার পড়া হয়েছে,
প্রতীক্ষার প্রহর শেষে
অপেক্ষার নোঙর ফেলি কঠিন কফিনে
পাথরের আঘাতে অবহেলায় পড়ে আছে
সাগরের ঢেউ কিংবা জলরাশি
জামরাঙা বিসর্গ অন্ধকারে
শুধু জেগে থাকে তার উষ্ণশ্বাস।
অনেকদিনের না বলা কথা
বলতে গিয়ে ডুবে যায় গভীর এরোমায়।
পাড় ভাঙে হ্রদয়ের বিরান প্রান্তরে
ধীরে ধীরে চোখ মেলে ভালোবাসার উষ্ণতায়
তিলে তিলে গড়া ভালোবাসার নির্যাস
অচেনা মূহুর্তে ভেঙে টুকরো টুকরো
অজস্র অনুভবে একাকার
এমনই কোনো মমধ্যাহ্নে
প্রেমের অপূর্ব প্রবনতা
স্ফুলিঙ্গে যেমন প্রতংগ
বেদনাকে এড়িয়ে প্রতিনিয়ত হিসেবি
অংকের মতো
তুমি ভুলময় অন্ধকারে জেগে ওঠা
আলোকবর্তিকা।