মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. জুনাইদুর রহমান লিখন ও কেন্দ্রীয় সদস্য ডা. মনির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব এবং জেলা সদর হাসপাতাল কর্মচারি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন ও ডা. হিমেল খান, সাবেক সিভিল সার্জন ও ড্যাবের উপদেষ্টা ডা. এএসএম মূসা খান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পিবি রায় সুপ্রিয়, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. শিরিন সুলতানা, ডা. তৌফিকা তামান্না, ডা. মাহবুবুর রহমান এমিল, ডা. আনোয়ারুল হক শ্যামল ও ডা. রিয়াজুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতাল কর্মচারি কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন ও এনামুল হক, মিজানুর রহমান, মাহমুদ খান, ডেন্টাল টেকনোলজিস্ট নাজিম উদ্দিন, মো. আমজাদ, নুরজ্জামান, আরিফ খান, সেন্টু, মুখলেস, নজরুল ইসলাম ও দিপুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন বলেন, “ড্যাব সবসময় চিকিৎসকদের ন্যায্য অধিকার ও জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে আসছে। নতুন নেতৃত্ব ড্যাবকে আরও শক্তিশালী করবে।”
জেলা সদর হাসপাতাল কর্মচারি কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল মোমেন বলেন, “ড্যাব ও আমাদের সমবায় সমিতি একসঙ্গে কাজ করলে হাসপাতালের সার্বিক সেবা আরও উন্নত হবে।