কসবায় ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 6 July 2021, 418 বার পড়া হয়েছে,

এস,কে তারেক কসবা থেকে : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের চাপায় আমিন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি কাঠেরপুল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আমিন মিয়া উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আমিন মিয়া সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।