ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 12 September 2021, 462 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন জন। এর মধ্যে একজন মারা গেছেন দুর্ঘটনাস্থলেই। তার বাবা ও ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাসপাতালে।

রোববার বেলা সাড়ে দশটার দিকে জেলা সদর হাসপাতালে বাবা সাদেক মিয়া চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেন। এর আগে ভোর পৌনে ৫ টার দিকে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনায় রুবেল (৩৩) ও পাবেল (২৩) দুই ভাই ঘটনাস্হলেই নিহত হন। নিহতের বাড়ি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো: সালাউদ্দিন খান বলন, ভোরে একটি অটোরিকশা তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন। পরে বাবা সাদেক মিয়া জেলা সদর হাসপাতালে  চিকিসাধীরত অবস্হায় মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।