২ মাস পর আখাউড়া দিয়ে গম আমদানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া, 2 August 2022, 120 বার পড়া হয়েছে,

দুই মাস বন্ধ থাকার পর ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।

সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর থেকে ৪৫টি ট্রাকে ১ হাজার মেট্রিক টন গমের প্রথম চালান আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।

শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টন গম ৩৫৫ ইউএস ডলার মূল্য দিয়ে ভারত থেকে কিনেছে; যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি গমের মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫৯ পয়সা।

আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন যুগান্তরকে বলেন, তার প্রতিষ্ঠান আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে।

তিনি বলেন, দীর্ঘ দুই মাস বন্ধের পর পূর্ব-উত্তর রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ স্বাভাবিক হওয়ায় আবার ভারত থেকে ২৫০০ মেট্রিক টনের একটি গমের চালান আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দরে পৌঁছবে। এরই মধ্যে সোমবার বিকাল পর্যন্ত ৪৫টি ভারতীয় ট্রাকে এক হাজার মেট্রিক টন গম আখাউড়া বন্দরে এসে পৌঁছায়। বাকি গম ক্রমান্বয়ে এসে পৌঁছবে।