কবে সেই সোনালী দিন আসবে – সোহাইল আল হাবিব

সাহিত্য, 6 December 2021, 435 বার পড়া হয়েছে,

কবে সেই সোনালী দিন আসবে

– সোহাইল আল হাবিব

পূর্বাকাশে সুবহে সাদিকের রঙ ছড়িয়ে
বিদ্যকুট অন্ধকার রাত অবসানে
কবে সেই সোনালী দিন আসবে
এই পৃথিবীর উদ্যানে সভ্যতার ফুল ফোটবে।

আমি মানবিক হৃদয়ের দুয়ার খুলে বসে থাকি
কবে মানুষ অমানবিক হিংস্র, বর্বরতা, অসহায় নারীর ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন অবসানে
মানুষের সুন্দর হৃদয় খোঁজে পাবে।

মানুষ আজ নিজের সার্থকতায় সত্যের পথ ভুলে
ধ্বংসের পথে নৈতিকতা ও মনুষ্যত্ব বলী দিয়ে
বিদ্যকুট অন্ধকার আস্তানায়
নিমজ্জিত হয়ে আছে।

আমার অপেক্ষার হৃদয় একটা তিক্ত লাল তেলাকুচি ফলের মতো ঝুলে আছে,
কবে অমানিশার বুকে সোনালী সূর্য উদয় হবে,
এক প্রশান্তির সভ্যতায় জেগে উঠবে পৃথিবীর উদ্যান।