বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2025, 38 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং কর্পোরেশন প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। শুরুতেই ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে মেলাটি উদ্বোধনের করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা।
উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ুর রহমান জালু, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, বাঞ্ছারামপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মো. আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন, মীর মোশাররফ হোসেন বকুল প্রমুখ।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় ৭০টি স্টল দিয়ে অংশ নিয়েছেন। রয়েছে ৪টি প্যাভিলন, ১০টি বিভিন্ন রকমের বিনোদন থাকছে।
এতে রয়েছে গৃহস্থালি পণ্যসহ বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা বিভিন্ন রাইড।
আয়োজক কমিটি প্রধান আকরুজ্জামান জানান, ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী সপ্তাহে একদিন ফ্রিতে রাইড উপভোগসহ মেলায় প্রবেশ করতে পারবে।