আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

ব্রাহ্মণবাড়িয়া, 23 November 2021, 392 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কে কুকুরের জন্য মোটরসাইকেল আরোহী তানিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী শরীফুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তারের এক বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শরীফুল ইসলাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পৌরশহর থেকে আখাউড়া-আগরতলা সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাজীরবাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি কুকুর মোটরসাইকেলের নিচে পড়ে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী ও স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তানিয়াকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

শরিফুল ইসলামের বড়ভাই সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার ভাই এখন আশঙ্কামুক্ত চিকিৎসাধীন আছেন।