বিএনপির আন্দোলন মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে: আখাউড়ায় রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 11 December 2022, 88 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বিক্ষোভ করবে, মানুষ তাদের দাবিগুলো তুলে ধরবে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটা জনমত তৈরি করবে; সেটাই স্বাভাবিক। কিন্তু বিএনপির আন্দোলনের নামে হত্যা ও জ্বালাও-পোড়াও করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে।

রোববার বিকাল ৩টার দিকে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

বিএনপির সাতজন সংসদ সদস্য যদি পদত্যাগ করে এতে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, বিএনপির মাত্র ৭ জন সংসদ সদস্য। তারা পদত্যাগ করলে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না।

এ সময় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের চলমান কাজে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আগামী বছরের ৩০ জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া, লাকসাম-আখাউড়া রেল প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম ছাড়াও আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।