ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার সহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া, 25 August 2022, 324 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রয়-বিক্রয়ে সময় দুই যুবককে হাতেনাতে বিদেশী রিভলবার সহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র ক্রয়ের নগদ সাড়ে ৮হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খৈয়াসার এলাকার মৃত সামসু মিয়ার ছেলে মান্না (২৫) ও কাজিপাড়া মৌলভীহাটির শামসুদ্দিনের ছেলে শফিউল আলম সাগর (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় বিদেশি রিভলবার ক্রয়-বিক্রয়ের খবর পায় র‍্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযানে ঘাটুরা লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে মান্না নামের এক যুবককে বিদেশী রিভলবার সহ আটক করা হয়। এসময় অস্ত্র ক্রয় করতে আসা সাগর নামের আরেক যুবককে নগদ টাকা সহ আটক করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।