
রুবেল মিয়া,সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সরাইল উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার শাহজাদাপুর গ্রামের এড. সোহেল রানা খাদেম কর্তৃক দায়েরকৃত মামলা মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের
বাসিন্দা মাহবুবুর রহমান খাদিমসহ (সুমন) এতে উপস্থিত ছিলেন একই এলাকার বেশ কয়েকজন।
এ সময় সংবাদ সম্মেলনে একটি লিখিত অভিযোগ পাঠ করেন সংবাদ সম্মেলন আয়োজনকারী। এতে শাহজাদাপুর গ্রামের বাসিন্দা এডভোকেট সোহেল রানা খাদেম ও তার একাধিক নিকটাত্বীয়দের বিরুদ্ধে একই গ্রামের নিরীহ প্রকৃতি লোজনকে হয়রানি করার অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলন আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১৬/০৭/২০২৫ তারিখে শাহজাদাপুর গ্রামের ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয় যা সম্পূর্ন মিথ্যা ও হয়রানিমূলক। যার নম্বর সিআর ৭১৮/২৫। এছাড়া এডভোকেট সোহেল রানা খাদিম বাদী হয়ে একজন উকিল হিসাবে মহামান্য আদালতকে মিথ্যা তথ্য দিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালে গত ১৭/০৮/২০২৫ তারিখে একটি চাঁদাবাজি মামলা করা হয় যার নম্বর সিআর ৪২২/২৫। এই মামলাটিও মিথ্যা, হয়রনিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব মামলা প্রত্যাহারের দাবি করা হয়।