আখাউড়ায় কেল্লা শহীদ মাজার থেকে ভবঘুরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 24 July 2022, 129 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউডর খড়মপুরে কেল্লা শহীদ মাজার থেকে অজ্ঞাতনামা (৪৫) নামের এক ভবঘুরে লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহটি কেল্লা শহীদ মাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়।

এরআগে গতকাল শুক্রবার (২২ জুলাই) বিকেলে আখাউড়া পুলিশ মাজার প্রাঙ্গণ থেকে ভবঘুরের লাশটি উদ্ধার করেছিল। লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, গতকাল বিকেলে সংবাদ পেয়ে পুলিশ মাজারে গিয়ে সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি মাজার কমিটির কাছে হস্তান্তর করি। ভবঘুরের লাশটি কেল্লা শহীদ মাজারের কমিটির পক্ষ থেকে দাফন করা হবে বলে তিনি জানান।