আল ওয়াহ্দাহ ফাউন্ডেশনের আর্থিক অনুদান পেলো ১২ জন নওমুসলিম

ব্রাহ্মণবাড়িয়া, 5 April 2025, 10 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আল ওয়াহ্দাহ ফাউন্ডেশনের পুনর্মিলনী ও নওমুসলিম বরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ১২ জন নওমুসলিম আর্থিক অনুদান পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার হোটেল মাত’আম (লা-ভিডা হসপিটাল) এর ২য় তলায় নওমুসলিমদের বরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল আল্লামা মুফতি মোবারকুল্লাহ্।

আল ওয়াহ্দাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবের সভাপতিত্বে, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মুফতী মুনীর বিন সিরাজের তত্ত্বাবধানে এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা জুনায়েদ কাসেমী ও মুফতি মাহতাব উদ্দিনের সঞ্চালনায় সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতি মোশারফ হুসাইন কাসেমী ও আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর শায়েখ নেসার আহমদ আন নাসিরী।

বক্তব্য রাখেন, আল ওয়াহ্দাহ ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মনির বিন সিরাজ, সিনিয়র সহসভাপতি মাওলানা হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা ইব্রাহিম ও মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কামরুজ্জামান হানাফি, মাওলানা আল আমিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আরমান হোসাইন, প্রফেসর জালাল উদ্দিন, আমিনুল ইসলামসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ইউনিয়ন প্রতিনিধিগণ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ইব্রাহিম, মাওলানা নিয়াজ মোহাম্মদ, মাওলানা বাহরুল ইসলাম, মাওলানা খাইরুল ইসলাম, মুফতি আসাদুল্লাহ, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আরমান, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফাহিম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মারুফ, মাওলানা ইহসান, মাওলানা আমির হোসেন, মাওলানা শরীফসহ আশুগঞ্জ উপজেলার উলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

উক্ত ঈদ পুনর্মিলনী ও নওমুসলিম বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ১২ জন নওমুসলিমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো দুটি। খিদমাত ও দাওয়াত। সমস্ত নবী রাসূলগণ এ দুটি কাজ করেছেন। তারা দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন এবং আর্ত মানবতার সেবায় তারা সর্বদা আত্মনিয়োগ করেছেন। সুতরাং নায়েবে নবী হিসেবে উলামায়ে কেরামেরও এ দুটি কাজ করা অপরিহার্য। তাই আমরা এ দুটি কাজকেই আমাদের লক্ষ্য বানিয়েছি।

আল্লামা শায়েখ সাজিদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংগঠনের নাম যেমন আল ওয়াহদাহ অর্থাৎ ঐক্য, কাজে কর্মেও যেন সংগঠনের প্রতিটি সদস্য ঐক্যবদ্ধ থাকে। তাহলেই এই সংগঠন সফলতা লাভ করবে। আর শুধু উপজেলা কিংবা জেলা নয়, বরং গোটা দেশে আমরা ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধ থাকবো। এ দেশে ইসলাম বিরোধী কোন আইন করতে দেওয়া হবে না, প্রকাশ্যে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। এদেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।