মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ, জেলা শাখার সহসভাপতি উম্মে হানি সেতু।
ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই মানসিক প্রস্ততি ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিনিয়ত গণসংযোগ সহ প্রচার প্রচারণায় দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি।
বুধবার (৩ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎকালে সদর উপজেলা বাসীর নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন তিনি।
সরেজমিন দেখা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাটে-ঘাটে চায়ের দোকানে যেখানেই লোক একত্রে হচ্ছে সেখানেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের আলোচনা, কে হচ্ছেন প্রার্থী। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পোস্টার, ফেস্টুন, ব্যানার, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে চলেছেন উম্মে হানি সেতু।
তিনি তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ও ব্রাহ্মণবাড়িয়া সদর- বিজয়নগর আসনের সাংসদ সদস্য ও গ্রহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী উম্মে হানী সেতু বলেম, আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। যেহেতু দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হবেনা সেকারনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার সুযোগ দিবেন সদর উপজেলাবাসী। সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি উপজেলার দলীয় নেতাকর্মী সহ সকলের দোয়া, আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী উম্মে হানি সেতু কসবা উপজেলা ছাত্রলীগের সক্রিয়কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন। তারপর ২০১৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রাম কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে চকচন্দ্রপুর হলেও তার স্বামী বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় কাজী বাড়ি। তার স্বামী কাজী আনিসুর রহমান একজন ব্যবসায়ী হয়েও উম্মে হানি সেতুকে রাজনীতিতে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।