গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167444 বার পড়া হয়েছে,
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন জানান, সোনাই নদী থেকে পানি উন্নয়ন বোর্ডের খননকৃত মাটি উত্তোলন করে রাখা আছে। সেই উত্তোলন করা মাটি অবৈধভাবে স্থানীয় রোলেক্স ব্রিকস ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি নেওয়ার কাজে ব্যবহৃত বেকুর চালক সহ অন্যান্যরা পালিয়ে যায়। এসময় ইটভাটার মালিক ফারুক মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুসারে তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।