বিজয়নগরে নদী খননের মাটি ইটভাটায়, ৩ লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 5 December 2022, 100 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নদী খনন করে উত্তোলন করা মাটি প্রকাশ্যে চুরি করে ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগে একটি ব্যক্তিকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা গ্রামে রোলেক্স ব্রিকস ফিল্ডে এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন জানান, সোনাই নদী থেকে পানি উন্নয়ন বোর্ডের খননকৃত মাটি উত্তোলন করে রাখা আছে। সেই উত্তোলন করা মাটি অবৈধভাবে স্থানীয় রোলেক্স ব্রিকস ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি নেওয়ার কাজে ব্যবহৃত বেকুর চালক সহ অন্যান্যরা পালিয়ে যায়। এসময় ইটভাটার মালিক ফারুক মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুসারে তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।