ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি বৈশাখী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৬ মে) সন্ধ্যায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে সাহিত্য একাডেমি আয়োজিত উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উপলক্ষে ভাষা চত্বরে বিভিন্ন স্টল বসেছে। উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, প্রেস ক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি।
স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী। অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন।
বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব নূরুল আমিন বলেন, বৈশাখের শুরুতে রমজানে ছিল। পাশাপাশি ঈদুল ফিতরে মানুষের ব্যস্ততা ছিল। তাই ঈদের পর এই উৎসবের আমরা আয়োজন করেছি। আগামী ৮ মে বৈশাখী উৎসবের সমাপনী ও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব একই সাথে পালন করা হবে।