গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1143837 বার পড়া হয়েছে,
নদীর মতো দীর্ঘশ্বাস
–রুদ্র মোহাম্মদ ইদ্রিস
রাতে ভালো ঘুম হয়নি
নাকি শুধুই অপেক্ষায় ছিলে কখন সকাল হবে?
কখন দেখবে ছুঁয়ে প্রিয়মুখ?
চোখ দেখেই বুঝতে পারছি
আষাঢ়ের মেঘ কাত হতে আছে মেদবহুল মুখে
নদীর মতো লম্বা দীর্ঘশ্বাস
তোমাকে মানায় না
ওই যে অফিসে কাজের চাপ
তা-ই তো কথা দিয়েও রাখতে পারিনি
অন্য কোথাও যাবে?
কফিশপে
রেস্তোরাঁয়
লিফট কিংবা এসকেলেটরে চরে
নাকি বসবে নির্জন কোনো মাঠের সবুজ ঘাসে
যেখানে বৃক্ষের মোহভঙ্গ হয়
বৃষ্টির মতো লাবণ্য ঝরছে নাকের ডগায়
ওষ্ঠে এতো মায়া জমিয়ে রেখেছো
চোখ সরানো দায়
বিশ্বাস করো আমি বেশি কিছু আশা করছি না
করজোড়ে অনুরোধ করছি প্রাসঙ্গিক হও
আমি বিব্রত হবার বিবৃতি দেবার আগেই লতার মতো জড়িয়ে নিলে আমায়
চোখে তখন দোল খাচ্ছিলো
স্বস্তির নিঃশ্বাস।