কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দু’ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 17 April 2025, 67 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। নিহত উভয়ে আপন চাচাতো ভাই। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ করছিল। মাছ ধরার প্রস্তুতি নেয়ার সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে আবুল খায়ের ও জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।