তিতাস পাড়ে রূপম ধরের তুলিতে নদীর গল্প: তরী বাংলাদেশের পরিবেশ সচেতনতা উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া, 12 January 2025, 95 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে তরী বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর “নদী সম্মেলন”। নদী সুরক্ষা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনগণ থেকে শুরু করে পরিবেশপ্রেমী এবং চিত্রশিল্পীদের মিলনমেলা তৈরি হয়।

সম্মেলনের ছিলেন চিত্রশিল্পী রূপম ধর। তাঁর তুলির জাদুতে ফুটে ওঠে তিতাস নদীর পাড়ের প্রকৃতির গল্প। রূপম ধরের আঁকা বিশাল বটগাছের ছবি দর্শকদের মুগ্ধ করে। ছবিটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং প্রকৃতির সাথে মানুষের বন্ধনের গভীরতাও প্রকাশ করে।

এছাড়া দিপ্ত মোদক ও জুঁই-এর সৃষ্টিকর্ম নদীর অনন্য রূপকে তুলে ধরে সম্মেলনের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। সম্মেলনে বক্তারা নদী সুরক্ষার প্রয়োজনীয়তা, দূষণ রোধ, এবং দখলমুক্ত পরিবেশ তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তরী বাংলাদেশের সভাপতি সামিম আহমেদের সভাপতিত্বে এই সম্মেলন স্থানীয় জনগণের মাঝে নদীর প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলে। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপম ধরের তুলির গল্প এবং তরী বাংলাদেশের এই উদ্যোগ তিতাস নদীর পাড়কে শুধু শিল্পে নয়, সচেতনতার এক জীবন্ত মঞ্চে পরিণত করেছে। এমন আয়োজন নদী সুরক্ষার বার্তা সারা দেশে ছড়িয়ে দেবে বলে আশা করা যায়।