হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর ব্রাহ্মণবাড়িয়া শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটিতে সিনিয়র এনেস্থেসিওলজিস্ট ডা. মো: মকবুল হোসেনকে আহবায়ক এবং ডা. সৈয়দ আরিফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ডা. ইলিয়াছ আহমেদ মিঠু ও সদস্য হিসেবে আছেন অত্র জেলার ১৪ জন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট চিকিৎসক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের ফ্রেগো রেস্টুরেন্টে বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর ব্রাহ্মণবাড়িয়া শাখার একটি সাধারন সভায় ১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।
ডা. মো মকবুল হোসেন জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি। ডা. সৈয়দ আরিফুল ইসলাম এনেসথেসিয়ায় সর্বোচ্চ এম ডি ডিগ্রিধারী
ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এনেসথেসিয়া ও পেইন মেডিসিন বিভাগের কনসালটেন্ট এবং জেলার উক্ত বিষয়ের জ্যেষ্ঠতম বিসিএস কর্মকর্তা।
এই কমিটি সোসাইটির কার্যক্রমকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও গতিশীল এবং অস্ত্রোপচার সেবা ও হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও নিরাপদ করতে কাজ করার আশাবাদ প্রকাশ করেন ।
তার পাশাপাশি স্থানীয়ভাবে এনেস্থেসিওলজি, ক্রিটিকাল কেয়ার এবং ব্যথার চিকিৎসা সেবার মান ও এনেস্থেসিওলজিস্টদের সার্বিক উন্নয়নের কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ।
সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ কেন্দ্রীয় সদস্য সচিব ডা মোহাম্মদ শামসুল আরেফিন ইতিমধ্যে নবগঠিত কমিটির অনুমোদন ও অভিনন্দন জানিয়েছেন ।