ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 13 September 2022, 167 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হার্ট ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আল মামুন সরকার। হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া ‘ল’ কলেজের সভাপতি এড. হাবিবুল্লাহ্, জনতার খবরের নির্বাহী সম্পাদক এইচ এম,জাকারিয়া জাকির, অ্যাডভোকেট তারেক রহমান, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমিন প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার জহিরুল হক এছাড়া ও কার্যকারী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় গত মাসের হিসাব নিকাশ পর্যবেক্ষণ ও হার্ট ফাউন্ডেশন এর উন্নয়ন ও প্রচার সম্পর্কে আলোচনা করা হয়। এই হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য চিকিৎসা নতুন দিগন্ত উন্মোচন করবে ।এতে চালু হতে যাচ্ছে সাধারণ চিকিৎসা বিভাগ তাই এই হার্ট ফাউন্ডেশন শুধু হার্টের নয় বাকি সকল রোগের চিকিৎসা দেওয়া হবে।

উক্ত সভায় জাকারিয়া জাকির হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ইউনিয়নে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আবেদন জানান। এবং সভাপতি আল মামুন সরকার অচিরে ই এর ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন।