আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজা ও একটি নোহা গাড়িসহ আটক -১

ব্রাহ্মণবাড়িয়া, 14 July 2024, 38 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজা ও একটি নোহা গাড়িসহ মোঃ জাবেদ মিয়া (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আজ (১৪জুলাই) সকাল – ০৯:৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানার চরচারতলা সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ২০ গজ পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তল্লাশী চালিয়ে উক্ত আসামীর কাছে থাকা ৩৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে এবং একটি নোহা গাড়িসহ তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আটককৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন,মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।