গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1143172 বার পড়া হয়েছে,
আমার দু’হাত
– আজীজা সোপান।
আমার দুহাত আজলা ভরা
জল তুলেছিল
আঙুল গলে সব জল ঝরেগেল
আমার লাল সবুজেরজমিনের
শাড়ীর আঁচলটা
অসংখ্য লাল পিপড়ে
ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে
আমার লজ্জাবরন কেড়ে নিল।
আমার প্রিয় নীল কন্ঠ পাখীটা
অবাক নয়নে আমার দিকে তাকিয়ে
অনবরত চোখের জল ফেলছে।
আমি নির্বাক হয়ে তাকিয়ে থাকি
হায় পৃথিবী তোর কেন মূত্যু হয়না।