ভরণপোষণের জন্য ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সারাদেশ, 4 October 2022, 118 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ভরণপোষণ না দেয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন মনোয়ারা বেগম নামে এক অসহায় মা। সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, মনোয়ারা বেগম (৫৩) চট্টগ্রাম জেলার ডমলমুরিং থানার রফিকুল ইসলামের স্ত্রী। সাত বছর পূর্বে মনোয়ারা বেগমের স্বামী নিখোঁজ হন। ছেলে মহসিন (৩০) ও তার স্ত্রী সোনিয়াকে নিয়ে ফতুল্লার রামারবাগ এলাকায় বসবাস করে ব্যবসা করেন। একা বাড়িতে থাকা খাওয়ায় সমস্যা হওয়ায় ছেলের কাছে ফতুল্লায় এসেও কোনো ভরণপোষণ পাননি মনোয়ারা।

এতে কিছুদিন একটি গার্মেন্টসে কাজ করেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তিনি আর গার্মেন্টসে কাজ করতে যেতে পারেন না। পুত্র আর পুত্রবধূও তাকে ভরণপোষণ না দিয়ে অবহেলা করে তাড়িয়ে দেয়। অবশেষে তিনি থানায় গিয়ে আশ্রয় নেন।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, মনোয়ারা বেগম একেবারেই অসহায়। তাকে আইনগত সহযোগিতা দেয়া হয়েছে।