ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির নজরুল জন্মোৎসব উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া, 27 May 2022, 209 বার পড়া হয়েছে,

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি নজরুল জন্মোৎসব উদযাপন করেছে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা, সংগীত, একক ও দলীয় আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা কবি শামসুদ্দিন আহমেদ, নবীনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক গৌরাঙ্গ দেবনাথ অপু ও কবি আমির হোসেন। সঞ্চালনায় ছিলেন মানিক রতন শর্মা ও নুসরাত জাহান বুশরা।সংগীত পরিবেশন করেন তিতাস ললিত কলার সদস্য তোফাজ্জল হোসেন। একক আবৃত্তি করেন মাহবুবা জামান ডেন্সী, নুসরাত জাহান বুশরা, নাশিদ সাবা নূর তাসনীম, রিপন দেবনাথ, নূর মাহদী এহতেশাম, নাফিজা নাওয়ার নোহা ও সাঈদ সরকার।

এ ছাড়া সোহেল আহাদের নির্দেশনায় কাজী নজরুল ইসলামের ‘কামাল পাশা’ কবিতাটি দলীয় পরিবেশনায় সাহিত্য একাডেমির শিল্পীরা মঞ্চস্থ করে। এতে অংশ নেয় বুশরা, মার্সি, সাথী ইসলাম, সাবরিনা ইসলাম, শিফা চৌধুরী, রামীম, আমান, সাফা, কোহিনূর আক্তার, সৈকত ভূঁইয়া, নোহা, জান্নাত, সামিয়া, বিনয়, সানজিদা আক্তার, মাহদী, সাব্বির আহমেদ।