
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার শহীদ মিলন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডা. আকতার হোসাইন।
এ সময় আরও বক্তব্য রাখেন সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল, ওয়ার্ড মাস্টার ইনামুল হক, প্রধান সহকারী জাকির হোসেন, অফিস সহকারী মনির হোসেন, মো. মিজানুর রহমান, মো. মোবারক হোসেন ও আরিফ খান।
অনুষ্ঠানে ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াছিন আরাফাত ও সদস্য সচিব মাওলানা নূরুল আল মানসুরও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি মো. ইয়াছিন আরাফাত, সদস্য সচিব মুফতি নূরুল্লাহ আল মানসুর, যুগ্ম সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম বাবলু, মাওলানা হাফেজ নাইমুল হক, মাওলানা শফিউল্লাহ সাদেকী, মাওলানা জসিম উদ্দিনসহ ৫১ সদস্যের সকলকেই সংবর্ধনা দেওয়া হয়।