আখাউড়ায় ২ কেজি গাঁজা সহ আটক-১

ব্রাহ্মণবাড়িয়া, 16 September 2023, 98 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায়  পৃথক অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৬ সেপ্টেম্বর রাত ০২:৪৫ মিনিটে আখাউড়া থানার ধরখাড় ইউনিয়নের বনগজ থেকে আসামী ইয়াছমিন আক্তার (৩০)স্বামী মৃত জাকির হোসেন গ্রাম বনগজ থানা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াকে পুলিশ তার কক্ষের সোফার নিচ থেকে দুই কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায়  মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।