জমকালো আয়োজনে উদযাপিত হলো ‘অন্নদা উৎসবের ওপেন এয়ার কনসার্ট’

ব্রাহ্মণবাড়িয়া, 27 December 2022, 247 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : বহুদিন পর ব্রাহ্মণবাড়িয়া বাসী স্বাদ পেল ব্যতিক্রম ধর্মী এক সাংস্কৃতিক সন্ধ্যার।
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে রাত ১০.৩০ মি. পর্যন্ত ঐতিহ্যবাহী অন্নদা স্কুলের প্রাক্তন ছাত্রদের জন্য অনুষ্ঠিত হয় অন্নদা উৎসব ২০২২।
সারাদিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে অন্নদা স্কুল থেকে এসএসসি পাশ করা ১৯৫৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছাত্রদের উপস্থিতিতে প্রাণের অন্নদা ক্যাম্পাস ছিল মুখরিত। সন্ধ্যার পর স্কুলের বডিং মাঠে শুরু হয় অন্নদা স্কুলের ওপেন এয়ার কনসার্ট পর্ব, যা ছিল বর্তমান ও প্রাক্তন ছাত্রসহ সকল বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত।
অন্নদা উৎসবের আহবায়ক ডাক্তার আবু সাঈদ এর সার্বিক সহযোগীতায় অশোকা ফেলো ডক্টর মুহাম্মদ মাতিন আহমেদের তত্ত্বাবধায়নে অত্যন্ত সুশৃঙ্খলাভাবে সম্পূর্ণ ব্যাতিক্রমধর্মী এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ভয়েজ অব মাইলস এর মুগ্ধকর গান পরিবেশনায় ২০ হাজারেরও অধিক দর্শক সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাতিক্রমধর্মী এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।
সম্পূর্ণ মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। এমনকি রাস্তার আশেপাশে বিল্ডিং এর ছাদে দর্শকদের উপস্থিতিতে উৎসবটি ছিল মুখরিত। স্টেজ ডেকোরেশন, লাইটিং, ডিসপ্লে, সাউন্ড ও সিকিউরিটি সহ সম্পূর্ণ পর্বটিতে ছিল, প্রযুক্তির সর্বোচ্চ ছোয়া যা দেখে ব্রাহ্মণবাড়িয়ার দর্শকরা অত্যন্ত মুগ্ধ। এ আয়োজনকে যারা অক্লান্ত পরিশ্রম করে সার্থক করেছেন তাদের মধ্যে অন্যতম আল-মামুন, আশরাফ পিকু, ডাক্তার শুভ্র, সাংবাদিক শাহাদত, নিহার রঞ্চন, আবু নাসের, রানা কবির, আদি, ওলিউর, ইভান প্রমূখ।