কসবার সিনাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 2 April 2022, 213 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিনাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর রেলব্রিজ এলাকায় কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র তত্ত্বাবধানে সিনাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের কাজিয়াতলী থেকে মজলিশপুর বিজনা নদীর নিকট পর্যন্ত ১৪.৫ কিলোমিটার খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা। সিনাই খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্পরসারন অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও উপজেলা বিএডিসি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যরা। এসময় এলাকার কৃষকসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।