ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে তিন পুত্র সন্তান জন্ম দিলেন গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2022, 214 বার পড়া হয়েছে,

শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন দিলেন রুবিনা আক্তার-(৩২) নামে এক প্রসূতি মাতা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শহরের কুমারশীল মোড়েঅবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালে রুবিনা আক্তার তিনটি পুত্র সন্তানের জন্ম দেন বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ আছেন।

ক্লিনিকের গাইনী চিকিৎসক ডাঃ শিবলী রানী দেবী ও
জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডঃ তৌহিদ আহমেদ চৌধুরী রুবিনা আক্তারের সিজারিয়ান অপারেশন করেন।রুবিনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার
সোনাতলা গ্রামের মোঃ জামাল মিয়ার স্ত্রী।

(এনেস্থিসিয়া)ডঃ তৌহিদ আহমেদ চৌধুরী জানান,
শনিবার সকালে ওইপ্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে এই হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা।তারা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানতে
পেরেছিলেন তার গর্ভে তিনটি শিশু আছে।

তিনি বলেন, রুবিনা আক্তারের আরো চারটি ছেলে সন্তা রয়েছে।

হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ শিবলী রানী দেবী
জানান, হাসপাতালে আনার পর পেটে শিশু গুলোর
নড়াচড়া কম ছিল ও প্রচুর পানি ভাংছিলো।তার শরীরে রক্তের পরিমানও কম ছিলো।

দুপুর আড়াইটার দিকে তাকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার তিনটি ছেলে সন্তান জন্ম হয়েছে।
তিনি আরো বলেন, শিশু তিনটি যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম ও ১ কেজি ৬০০ গ্রাম ওজন
নিয়ে জন্ম গ্রহন করেছে। শিশুগুলো ভালো আছে।প্রসূতি মাও ভালো আছেন।

তিনি বলেন, শিশু তিনটির ওজন কম হওয়ায় তাদেরকে ইনকিউবেটর (নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র) রাখা হয়েছে।