পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নবীনগর সার্কেল অফিস এবং নবীনগর থানা বার্ষিক পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়া, 4 July 2024, 69 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন বিপিএম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুলিশের প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জনবান্ধব পুলিশিং ( পুলিশ সেবা ) নিশ্চিত করার লক্ষে আজ ৪ ( জুন ) ২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০ঃ ৪০ মিনিটে নবীনগর সার্কেল অফিস এবং নবীনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) জনাব মোঃ সিরাজুল ইসলাম নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম আলাপকালে নবীনগর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, জনবান্ধব পুলিশিং, জনবন্ধু পুলিশ হিসেবে মামলার তদন্ত ও দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বীট পুলিশিং এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও থানা কম্পাউন্ড পরিষ্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিষ্কার রাখারও তিনি নির্দেশনা দেন। পাশাপাশি তিনি থানা ও সার্কেল অফিস পরিদর্শনের অংশ হিসেবে থানার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ সিরাজুল ইসলাম জানান, প্রশাসনিক কার্যক্রমে গতি ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে রিতি অনুযায়ী প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ পুলিশ সুপার মহোদয় থানা ও সার্কেল অফিস পরিদর্শন করেছেন। এসময় তিনি আমাদেরকে স্মার্ট ও জনবান্ধব পুলিশিংয়ের এর ক্ষেত্রে নানান দিকনির্দেশনা প্রদান করেছেন।