সরাইল আ’লীগের সভাপতি নাজমুল, সেক্রেটারি শিউলি

ব্রাহ্মণবাড়িয়া, 14 September 2022, 201 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : দীর্ঘ ১৮ বছর পর সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাজমুল হোসেনকে সভাপতি, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি’কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

এর আগে, দুপুরে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল প্রমুখ।