শহীদ মিনারে নিজ সংগঠনের নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেত্রী

রাজনীতি, 21 February 2022, 351 বার পড়া হয়েছে,

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বেনজীর হোসেন নিশি নিজ সংগঠনের আরেক নেতার মাথা ফাটিয়ে দিয়েছেন।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. এহসানুল হক ইয়াসির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমানে তিনি সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বেনজীর হোসেন নিশি। ইয়াসির অভিযোগ করেন, ‘২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে আমরা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে যাই। সেখানে যাওয়ার সময় আমাদের পেছনে ধাক্কাধাক্কি হয়। এসময় হঠাৎ করে বেনজীর হোসেন নিশি এসে তার মোবাইল দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।

এতে মাথা ফেটে রক্ত বের হয়। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা পরিচিতরা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, এখন আমি বাসায় চিকিৎসা নিচ্ছি।

মাথা ভার হয়ে আছে। কথা বলতে কষ্ট হচ্ছে। ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে এ ঘটনার বিচার চাই।

তবে ইয়াসিরকে মারধরের অভিযোগ অস্বীকার বেনজির হোসেন নিশি বলেন, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে আমার নামে। আমি শুধু জেনেছি, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থীকে কে বা কারা শ্লীলতাহানি করছিলো।

তবে আমার সামনে এমন কিছু ঘটেনি।
উল্লেখ্য, সোমবার শহীদ মিনারে ফুল দিতে গিয়ে কয়েক দফায় হাতাহাতিতে জড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় একজনকে থাপ্পড় মারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। এছাড়াও সকালে রীতিমত লাঠি নিয়ে মারামারি করেছে ছাত্রলীগের বেশ কয়েকটি হল শাখার নেতাকর্মীরা।

এসব বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করে ও ক্ষুদেবার্তা পাঠিয়েও তাদের সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে ফাল্গুনী দাস তন্বী নামে এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করেছিলেন বেনজীর হোসেন নিশি। এ অভিযোগে আদালতে হওয়া মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্ত করে। মামলাটি এখনও চলমান রয়েছে।