নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩ টায় শহরের লোকনাথ দিঘীর পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
এ-সময় জেলা রোভারের সম্মানিত সহ-সভাপতি, কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহকারী কমিশনারবৃন্দ সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, রোভার সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
জেলা রোভার দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের অগ্রগতি, এবং আমাদের সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। নতুন সদস্যদের জন্য সমন্বিত এক “হেল্প ওয়ার্কস্পেস” তৈরি হয়।
জেলা রোভার সম্পাদক মহোদয় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত হয়ে সক্রিয় সহযোগিতা প্রদান করার জন্য এবং সবাইকে জেলা রোভার কার্যালয়ে আসার আমন্ত্রণ জানান