কসবায় বাল্য বিবাহ রোধে ৪ দিন ব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু

ব্রাহ্মণবাড়িয়া, 26 May 2022, 167 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত করোনার প্রভাব বৃদ্ধি পাওয়া বাল্য বিবাহ রোধে করণীয় এবং এর প্রতিরোধে আইন বিষয়ে কাজী, ইমাম এবং জনপ্রতিনিধিদের ৪ দিনব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৬ মে) কসবা মহিলা ডিগ্রি কলেজে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, অধক্ষ্য মো. তছলিম মিয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইফতিখার আলম রনী। রিসোর্সপার্সন হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল নাছির, স্থানীয় সরকার উপজেলা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডা: মো. আসাদুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। প্রথম দিনে ৪০ জন ইমাম, কাজী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামী ২৯, ৩০ এবং ৩১ মে প্রশিক্ষণ কার্যক্রম চলবে।