সরাইলের চুন্টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 23 March 2022, 267 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের আয়োজনে ২৬ শে মার্চের পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল (২২মার্চ২০২২খ্রিঃ) মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় চুন্টা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সাধারন সম্পাদক পদপ্রার্থী মনিরুল ইসলাম (মনির) সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন চুন্টা ইউপি চেয়ারম্যান ও চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মোঃ হূমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৩নং চুন্টা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহি উদ্দিন ও সাধারন সম্পাদক আরব আলী, স্থানীয় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলফাজ মেম্বার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ৩নং চুন্টা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-(১) আহ্বায়ক মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা ইমরান, আলমগীর, নাজমুল, উবায়দুল, ইমন, রাসেল, সঞ্জিত সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।