প্রভাষক আলাউদ্দিন ভূইয়া,কসবা : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করেছিল। এই উপলক্ষে আজ সোমবার সকাল ১০:০০ টায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও দোয়া মোনাজাত।
বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. আমিনুল ইসলাম।
এছাড়াও উপাধ্যক্ষ মাওলানা ডক্টর সায়ীদ মুহাম্মাদ ফারুক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান, মাওলানা মোঃ মোসলেহ উদ্দিন সাঈদী, মাওলানা ডক্টর ওসমান গনি, মোহাম্মদ হাসান মোরশেদ, প্রভাষক আলাউদ্দিন ভূইয়া, মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। মাদরাসার শিক্ষক শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. আমিনুল ইসলাম। মোনাজাতে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদগণের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।