ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণ শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 4 April 2024, 22 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে শহরের পানির ট্যাঙ্কি উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মিজান আনসারী, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল প্রমূখ।
এ সময় জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৪ হাজার ৬শত ২১ টি কার্ড পেয়েছে যা ১০ কেজি করে বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। সুষ্ঠুভাবে কার্ডগুলি বন্টনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা তাদের অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। কোন ভাবেই যাতে গুনায় কোন কমবেশি না হয়।