ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৮৪ হাজার ৩৪৭টি পরিবারের মাঝে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাবেন। সারাদেশে এক কোটি স্বল্প আয়ের পরিবারের হাতে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্যপণ্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে তারা এসব পণ্য পাবেন।
শনিবার (১৯ মার্চ) বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের বিষয়ে সাংবাদিকগণের সঙ্গে ‘মতবিনিময় সভা’য় জেলাপ্রশাসক এই তথ্য জানান। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্যপণ্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা ও ৫টি পৌরসভার ৮৪ হাজার ৩৪৭ টি পরিবারের মাঝে দুই বারে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রয় করা হবে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন,প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।