সরাইলে সদর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্টিত

ব্রাহ্মণবাড়িয়া, 26 June 2022, 160 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আয়োজনে এক কর্মীসভা অনুষ্টিত হয়েছে।

২৪ জুন, শুক্রবার উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাথপাড়া গ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা পলাশ মিয়ার বাড়ি প্রাঙ্গণে যুবদলের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নুর আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর, এতে প্রধান বক্তা ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার।

এছাড়াও অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান পলাশ ও সদস্য সচিব আল আমিন, সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালিদ, সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া প্রমুখ।