জনপ্রিয় ফুড ব্লগার সদা হাস্যজ্জল সাদাসিধে মনের মানুষ সিফাত রাব্বি গত বুধবার রাতে ডিউটিরত অবস্থায় চট্টগ্রাম পোর্ট ক্রেন এর ধাক্কায় নির্মম মৃত্যু।
উল্লেখ্য সিফাত রাব্বি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ভাটপাড়া বড় বাড়ি আব্দুল মান্নান সাহেবের নাতি এবং তার বাড়ি পাইকপাড়ায়। যদিও সে চট্টগ্রামের জন্মগ্রহণ বড় হয়েছে তারপরও সব সময় যোগাযোগ ছিল ব্রাহ্মণবাড়িয়ার সাথে এবং কিছুদিন আগেও বলছিলো চাচা তোমাকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া হোটেলের ব্লক করব। সিফাত রাব্বি আমার ভাতিজা হয় কাল সারারাত এমনিতে ঘুম হচ্ছিল না। কি যেন এক অজানা ভয়ে রাত্রি কাটাচ্ছিলাম মাঝরাতে নায়ক রিয়াজের শশুরের আত্মহত্যার ভিডিওটা চোখে পরলো ভয়টা আরো বেড়ে গেল। আর সকালবেলা ওঠে ছোট বোনের ফোন কল এ খবরটা জানতে পেরে নিজের অজান্তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কারণ অত্যন্ত সাদাসিধা মানের মানুষ ছিল, মাত্র দু’মাস আগে বিয়ে করেছে হাতের মেহেদির রং এখনো হয়তো বা মুছেনি, কেন এমন হলো মনের মধ্যে নানারকম প্রশ্ন জাগতে লাগলো। সিফাত রাব্বির অনেক প্রতিভা ছিল। বাংলাদেশ আইডল কাজ করেছিল, মিরাক্কেল কাজ করেছিল তাছাড়া ইদানিং ফুড ব্লগার হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন।
আমরা সকলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। – (জাকারিয়া জাকির)