নবীনগরে ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৬১ জনের মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া, 3 January 2022, 179 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭টি ইউনিয়নের ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ২৪৪ জন, সংরক্ষিত নারী আসনে ৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে নাটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন।

বড়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, সংরক্ষিত নারী আসনে আটজন। কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন। কাইতলা (দক্ষিণ) ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন। বিটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন, সংরক্ষিত নারী আসনে ১৫ জন।

শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন। বিদ্যাকুট ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী বলেন, বিকেল ৫টা পর্যন্ত মোট ৩৮৫ জন প্রার্থী শান্তিপূর্ণভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।