
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ জুলাই) সকালে ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসাইন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. শাখাওয়াত হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মুবারক হোসাইন আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম, ডা. গোপা পাল, গাইনী কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. শরীফ মাসুম ইসমত ও নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মিরুন্নাহার বেগম প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা তৈরি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোছা: কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. সালাউদ্দিন এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ আহমেদসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী কর্মসূচিতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়