আখাউড়ায় সাড়ে সাত কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 1 June 2024, 78 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাড়ে সাত কেজি গাঁজাসহ আরজু বেগম ওরফে আর্জিনা বেগম নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। শনিবার (১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের বাইপাস মোড় থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত কাশেম মিয়ার স্ত্রী। আখাউড়া পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, সকালে পৌরশহরের ৩নং ওয়ার্ডের কুমারপাড়া এলাকার মোঃ সোহেল ভূইয়ার দোকানের সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা সড়কের উপর থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ আসামি আরজু বেগম ওরফে আর্জিনা বেগমকে হাতে নাতে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটা চৌকস দল। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও ১১টি মাদক মামলা রয়েছে।