ব্রাহ্মণবাড়িয়ায় খালে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 31 October 2021, 412 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর এন্ডারসন খালে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে সজীব বসাক (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শহরের কাউতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সজীব পৌরসভার মধ্যপাড়া বসাক পাড়া এলাকার মৃত উষারঞ্জনের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনেরা জানান, সজীব আজকে সকালে শহরের কাউতলী এন্ডারসন খালের নৌকায় বসে মাছ ধরতে গিয়েছিল। সজীব অসাবধানতা বসত নৌকা থেকে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে অনেক খোজাখুজি পর স্থানীয়রা সজীবকে পানি থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির হোসাইন জানান, সজীবকে হাসপাতালে নিয়ে আগেই তার মৃত্যু হয়েছে। সজীবের ফুসফুসে পানি ডুকে ঘটনাস্থলে শ্বাস-নিশ্বাস বন্ধ হয়ে সজীব মারা গেছে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা শহরের কাউতলী এন্ডারসন খালে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।