ঢাকাস্থ সরাইল সমিতি কর্তৃক সরাইলে শীতবস্ত্র বিতরন

ব্রাহ্মণবাড়িয়া, 26 January 2024, 48 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : মানুষ মানুষের জন্য এই শ্রোগান কে সামনে রেখে ঢাকাস্থ সরাইল সমিতি কর্তৃক সরাইল উপজেলায় ৪০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ৯ ইউনিয়ন পৃথক পৃথকভাবে এসব কম্বল বিতরণ করা হয়।

সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন সরাইল সমিতির সদস্যবৃন্দরা। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উক্ত সমিতির সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান, সহ-সভাপতি আতাউল করিম আজিম, সহ-সাধারন সম্পাদক তৌফিক আহমেদ তফসির, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ভাসানী, প্রচার সম্পাদক মো. জসিম খান,সাহিত্য ও স্বাংকৃতিক সম্পাদক মো. শাহিন বক্স, ছাত্র বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিব, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মোবারক। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, সাংবাদিক আইয়ুব খান, সাংবাদিক এসকে ইউসুফ, শাহবাজপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।