কসবায় দক্ষিণ আফ্রিকা প্রবাসীর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়া, 30 November 2021, 339 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আতংক বিরাজ করছে। করোনার ভয়ংকর নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসন সতর্কতা অবলম্বন করছে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেশে আসা ৩ জনকে নিজ বাড়ীতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য দেশে আসা কসবা উপজেলার খাড়েরা গ্রামের মো. হারিজ ভূইয়ার পুত্র মো. আলমগীর হোসেন ভূইয়া ও তার কন্যা আলিশা বিনতে আলমগীর (৫) ও কসবা পৌর এলাকা গুরোহিত গ্রামের আরু মিয়ার পুত্র লোকমান মিয়াকে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক তাদের নিজ বাড়ীতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের বাড়িতে গিয়ে তিনি তাদের খোঁজখবর নেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন। এসময় কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল ও কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া উপস্থিত ছিলেন। তিনি জানান, হোম কোয়ারেন্টিন শেষ হলে তাদের নমুনা সংগ্রহ করে জানা যাবে তারা তাদের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’এ সংক্রমিত কিনা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার শক্তিশালী নতুন রূপ ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বিশ্বব্যাপী আতংক দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত করোনার টিকার সরবরাহ রয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নেওয়ার জন্য আহŸান জানান।